জীবনানন্দ দেখে যাও
অসীম সাহা
জানি একদিন যাবেই চলে
ফেরাতে পারবো না কোন কৌশলে
দু’হাত ছেড়ে মিথ্যা অজুহাতে
বাঁধন ছিঁড়বে বাঁধনের খুঁজে
সেদিন আমি ভীষণ একলা হবো
বিরহী ব্যথা বুকে চেপে জীবন কাটাবো
বৃষ্টির মতো ভিজবে হৃদয়
শিশির ঝরবে চোখের পাতায়
সুদূর থেকেও ধরবো হাত
দূরত্ব শুধু এক পৃথিবীর বাঁধ
জীবনানন্দ দেখে যাও জীবন্ত মৃত-মানুষ
কিভাবে বাঁচে বনলতার কষ্টে উড়িয়ে ফানুস।