তুমি
শহীদুল ইসলাম
তুমি হিন্দু হলে, মুসলিম হলে,
বৌদ্ধ, কৃশ্চান, সাঁওতাল, গাঢ়, বার্মিজ হলে।
তুমি নাস্তিক, আস্তিক, ধার্মিক হলে।
তুমি জাতী- অজাতী, মোল্লা, পুরুত, ব্রাহ্ম, গুরু,
চন্ডাল হলে।
তুমি বুদ্ধ হলে, যিশু হলে, কৃষ্ণ হলে, হলে
মুহাম্মদ।
তুমি স্বামী, বৌ, মা, পুত্র, কন্যা হলে।
তুমি পুরুষ হলে, নারী হলে।
দাস- দাসী, চাষা- চাষী, ভিক্ষুক, পাগল তাও
হলে।
তুমি প্রেমিক হলে, প্রেমিকা হলে।
চাঁদ, সূর্য, ফুল, পাহাড়, ঝর্ণা, নদী, সাগর হলে।
তুমি শাসক, রাজা, প্রজা হলে,
চাকুরীজীবি- ব্যবসায়ী হলে।
তুমি ডাকাত, খুনী, সন্ত্রাস, ক্যাডার, লিডার
হলে।
তুমি দেশী হলে, বিদেশী হলে।
তুমি সেবক হলে, চার্জ- চার্বাক(নাস্তিক মুনি)
বাউল হলে।
তুমি ধর্ষক হলে, বেশ্যা হলে,
লুচ্ছা, চোর, বদমাইশ হলে।
তুমি না চাইতে হও অনেক কিছু শুধু মানুষ হলে
না।
এত কিছু হওয়ার আগে হ- রে মানুষ হ।
স্বর্গ- নরক আনিত্য সুখ অথবা অসুখ, চেতনা
দ্রোহ মনুষ্যত্ব স্ব-শরীরে হ-রে মানুষ।