1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
নববর্ষ - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

নববর্ষ

  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২০১ Time View

নববর্ষ
শহীদুল ইসলাম

নববর্ষে রাঙা লাল টিপে,
তনয়া নব রূপে,
এলো কেশে বাসন্তী শাড়ীতে জড়ায়ে তনু।

দক্ষিনা পবণ প্রাণে বাঁধে
নব নব রূপে নব বর্ষের সুর।

সাড়া পাইগো গভীর আড়াল হতে,
দিয়াছে কে যেন উঁকি?

দাঁড়ায়ে রহিছে বিভোরে
আনকোরা এক ধ্যানে।

চেনা চেনা চাহুনী
নব দিগন্ত জুড়ে,
বহিছে মধুর গিতি।

গগণ পবনে নিশিত দুপুরে
কন্ঠে সুরেলা আরতি।

মম মরমে করিছে ম্লান।
আকুল হিয়া সুমধুর সুর
ব্যাকুল এ চিত্ত
তুষ্ট নববর্ষ
নবরূপে পেয়ে
বরণ করিনু তোমা।

চিত্ত আত্ম দুয়ার খুলে,
অপরূপ সাঁজে,কাঁদনে কাজল ধুয়ে
বাহারি মেঘের আভায়।
গগণে রামধণু যেন,
আমন্ত্রীত রাজ রানী।

বাহারী সাজে ওমা
হে প্রিয় এলে,
পুলকময় আমার এ হৃদয়
তোমায় দেখে দেখে।

এসো হে বৈশাখে
নব রূপে নববর্ষ।

রাঙা লাল টিপে,
বাসন্তী শাড়ীতে জড়ায়ে তনু।

নবান্ন খেতে খেতে
ওঠ মেতে উৎসবে
লহো প্রাণে আনন্দ
বাঁধ প্রাণে সুর।

জাগো সবে রাখ হাত
বাঁধো প্রাণে;নব সাজো
নব রূপে নববর্ষের সাজ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...