নির্জন রাত
মোহাম্মদ আলাউদ্দিন আহম্মেদ
স্বপ্নে ভরা একাকি রজনী
আসবে কি ও সজনী
নির্জন একাকি রাতে বেলা
মধ্য আকাশে তাঁরার মেলা।
চেয়ে দেখো ঐ তাঁরা দুইয়ের পানে
তাহারা একে অপরকে ডাকে গানে গানে
এসো এসো মোর তন্দ্রা হরিণী
ওগো মোর চামেলী জামিনী।
আজ এই একাকি নির্জনতা
আমাদের দিবে ভালবাসার পূর্ণতা
ওগো মায়াবীনি ওগো গজদন্তিনী
তুমি যে আমার হৃদয়ের মোহনী ।
কোলাহল মুক্ত বাতাস
চমৎকার খোলা আকাশ
চারিদিকে অন্ধকার নির্জন
বাঘ শেয়ালের গর্জন।
মৃদু মৃদু হাওয়া উড়িয়ে
পরীদের দল ছাড়িয়ে
তোমায় নিয়ে যাবো আমি যে
আমাদের কল্পনার রাজ্যে।
আজ এই রাত টা যদি থাকতো থেমে
তোমার আমার গল্প লিখতাম নতুন খামে
ওগো আমার প্রিয় রাজকুমারী
আজ এই রাতটুকু তোমারি ।