1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
পেয়েছি সাধুবাদ (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

পেয়েছি সাধুবাদ (কবিতা)

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৮ Time View

 পেয়েছি সাধুবাদ
সাইফুল্লাহ সাঈদ

অজানা শহরে চলছি পণে পণে
দিন শেষে আনন্দ জুটে রাত্রিক্ষণে।
নির্বিশেষ রাত নির্মল সেই প্রভাত
মিলানোর বন্ধনে পেয়েছি সাধুবাদ।

হাঁটা হাঁটি করে বাঁকা রাস্তা ধরে
এভাবে অশ্রুঝরে তিমির সেই ঘরে।
চল চল মনে বিদিশা থাকে প্রবল
অন্ধকার আচ্ছান্নতায় হৃদয়টা কবল।

জীবনটা হচ্ছে ক্ষত নিরাশ্রয়ের মত
অগ্নিতে পুড়ে প্রাণ যাচ্ছে শত শত।
নৈরাশ্য ও নীরবতায় হৃদয়টা যে সাজে
সুখের প্রত্যয় দিয়েছি নিয়োগ কাজে।

অন্তর যে প্রফুল্লিত কর্ম দিয়েছি সারা
নিষ্ঠার খুঁজে হোক না রঙিন পারা।
তথাকথিত আলোচিত হচ্ছি কেন রোজ
মনের কাল্পনিকতায় হয়েছি যে নিখোঁজ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...