রাত্রি প্রহর
সানজানা সুলতানা
সারাদিনের সব ক্লান্তির অবসান ঘঠাতে,
রাতের এই প্রহরে নিদ্রায় শাহিত
রয়েছে লক্ষ-কোটি প্রান,
অনেকে হারিয়ে গেছে,
ছলা-কলা স্বপ্নের দেশে।
কেউ ভয়ে কেঁদে উঠছে,
বা, কেউ আনন্দে মুচকি হেসে উঠছে।
নিদ্রার এই ঘোরে,
রাতের প্রহরে প্রস্তর এই নিদ্রায়,,
শরীরের সব ক্লান্তি দূর হবে,হয়তো।
কিন্তু যে প্রানগুলো সারাটাদিন
মনের সাথে লড়াই করে,,
যারা জাগরনে রাত্রি পার করে
ছলা-কলা স্বপ্ন যাদের স্পর্শ করেনা।
তাদের ক্লান্তি কিসে হবে দূর??
সানজানা সুলতানা