সভ্যতার অট্টহাসি
অসীম সাহা
কতো সন্ধি,চুক্তির বেড়াজাল
যুদ্ধের মহড়া,অস্ত্রের ঝনঝনানি জীবন বেসামাল!
কতো প্রাকৃতিক বিপর্যয়,জ্ঞানের সীমাবদ্ধতা
অপরাজনীতি,আমিত্ব আর অহংকারের ঘনঘটা!
কতো সতত কথন, দুর্নীতির আলাপন
লোভ রন্ধ্রে রন্ধ্রে, বিকৃত লালসা সর্বাঙ্গে!
কতো ধর্মালয়-মসজিদ,মন্দির,প্যাগোডা,গির্জা
মনবতা শূন্য, হিংসায় পরিপূর্ণ!
কতো আহার,খাদ্য পণ্যের সমাহার
ভিক্ষুক দ্বারে,ক্ষুধার্তের হাহাকার!
কতো বাহারী রংয়ের সাজ, কেশে পার্লারের ভাঁজ
কুৎসিত অবয়ব ঢেকে চলছে কদাচার!
কতো বিত্ত-বৈভব,শক্তি-সম্পদের লড়াই
হীনমন্যতায় সয়লাব অন্তর থামেনি বড়াই!
নিত্য জীবন নিঃসরণশীল,স্থায়িত্ব বিদ্যুৎ চমকের ন্যায় ক্ষণস্থায়ী।
তবুও আঁধারে ভয় আবার আলোয় অট্টহাসি।।