1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
স্বপ্ন (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

স্বপ্ন (কবিতা)

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮০ Time View

স্বপ্ন
আরিফুল ইসলাম

আমি স্রষ্টার সব সৃষ্টির দোহাই দিয়ে বলছি
আমায় মেরো না,
আমায় বাঁচতে দাও।

পুঁজিবাদীর মরণ খেলায় আজ কেও কারো নয়।
যুদ্ধের মাঠে পরে থাকা মৃত লাশের মতই বেওয়ারিশ।

স্বপ্ন আমার সে-তো, কলির ভুলে জন্ম নেওয়া ক্ষুদ্র রণতীর।

আমার সেই স্বপ্নের দোহাই দিয়ে বলছি।
আমার স্বপ্ন ভেঙ্গো না
তালা ঘাতে বদ্ধ আর করো না।
অন্ধকারের মরণ খেলায়
আমার স্বপ্ন ভগ্নের দায় আর নিও না।

আমি আমার দোহাই দিয়ে বলছি।
মুখ ফিরিয়ে আর নিও না
নতুবা,স্বপ্ন হয়ে উঠবে তান্ডব
ফিরে যাবে মিছে সব আয়োজক।

আমি পৃথিবীর দোহাই দিয়ে বলছি।
আমার স্বপ্ন আর ভেঙ্গো না,
তাকে বাঁচতে দাও।
সমাজের শান্তিকুলে
নতুবা তোমাদের প্রাণীসত্তার পাপের অনলে।

আমি স্রষ্টার দোহাই দিয়ে বলছি।
কবরে স্বপ্ন আর বুনো না
শ্মশানের কারখানা আর খুলো না।
যে পারুক ছুয়ে নিক
তাকে কফিন বন্ধ আর করো না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...