1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
অপশক্তি (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

অপশক্তি (কবিতা)

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩১২ Time View

অপশক্তি
মোঃরিমন মোল্লা
—————————

ক্ষমতার দাপটে ত্রান মেরে খাও যারা,
গরীবের কষ্ট কেনো বোঝোনা তোমরা?
ক্ষুধার জ্বালায় যাচ্ছে মরে,
পায়না তবু খাদ্য;
অনাহারে চিৎকার করে,
গরীব দুঃখী নিম্নমধ্যবিত্ত।
প্রভু তুমি নিশ্চুপ কেনো?
দেখাও অপশক্তির শাস্তি।
ত্রান মেরে ঠকালো যে,
সেইতো হলো গরীবেরই চিরো শত্রু।
সবাই যারে ঘৃণা করে
সেই তো হলো শ্যাশরা চোর।

যতদিন এদেশের মাটিতে একটি মানুষ থাকবে।
ততদিন ধরে ত্রান চোর,
তোমায় ঘৃণা করবে।
ঘুরে ঘুরে অনাহারে গরীবের মনে
তোমার কথা স্মরণে থাকবে।
—————————————–

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...