1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
অবিনশ্বর বঙ্গবন্ধু (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

অবিনশ্বর বঙ্গবন্ধু (কবিতা)

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৯২ Time View

অবিনশ্বর বঙ্গবন্ধু
মোঃরিমন মোল্লা

দশ অক্ষরের একটি নাম,শেখ মুজিবুর রহমান,

চোখের কালিতে মনের খাতায়,লিখে দিলাম একটি নাম,
শেখমুজিবুর রহমান।
আমি ঘুরে দেখতে চাই ঐ বাংলা,
যেথায় ঘুমিয়ে আছে জাতির পিতা।
যার অমর কীর্তিতে ভেঙ্গেছিল,
আমার বাংলা মায়ের পরাধীনতা।

যার শীর কখনো হয়নি নত,
যিনি জেল জুলুমেও হননি ভীত-
রেখেছেন যিনি ন্যায়ের সংগ্রামে সীমাহীন অবদান,
তিনিই হলেন জাতির জনক,শেখ মুজিবুর রহমান।

বাংলার মানুষকে প্রানের চেয়েও বেসেছেন যিনি ভালো,
তাদের নিরাশ মনে জ্বেলেছেন যিনি অনেক আশার আলো-
যিনি সারা পৃথিবীতে বাড়িয়ে দিয়েছেন এদেশের মান,
তিনিই হলেন বঙ্গবন্ধু, শেখমুজিবুর রহমান।

মার্চের ১৭ তারিখ জন্ম নিল যে মহান,
আগাস্টের ১৫ তারিখ হারালো তাকে সর্ব জাতি।
তাজা প্রানটা কেড়ে নিল শেয়াল কুকুর খক।
মা মাটিকে রক্ত দিয়ে ঘুমিয়ে আছেন তিনি।
শাস্তি তুমি দিও খোদা প্রাণটা নিয়েছে যিনি।
আমরা বাঙালিরা বীরের জাতি ভুলবোনা সেই কথা।
শেখ মুজিবই শ্রেষ্ঠ সন্তান সবার মনে গাঁথা।

এত রক্ত কত রক্ত এর কী নেই শেষ,
জীবনের বিনিময়ে আমরা পেয়েছি সোনার বাংলাদেশ।
সোনার বাংলা সোনার দেশ।
এটাই আমার বাংলাদেশ।
এটাই আমার আপন দেশ।
এটাই আমার প্রিয় দেশ।
অতিত বর্তমান ভবিষ্যৎ এখানেই
এখানেই হবে শেষ নিঃশ্বাস।

লেখকের পরিচয়ঃ মোঃরিমন মোল্লা(সাহিত্য প্রেমিক) বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালী গ্রামে ১ লা জুন ২০০৩ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃহাবিবুর রহমান মোল্লা এবং মাতার নাম মোসা আরজু বেগম।তিনি ২০১৮ সালে ছোপখালী মাধ্যমিক বিদ্যালয়ে থেকে বিজ্ঞান শাখায় এসএসসি পাশ করেন এবং ২০২০ সালে বেতাগী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। তার পিতা ছোপখালী মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমানে সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োজিত আছে এবং তার মা একজন গৃহিণী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...