1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
উগ্রবাদী বই (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

উগ্রবাদী বই (কবিতা)

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৫০৩ Time View

উগ্রবাদী বই

 মোঃআবু বকর সিদ্দীক

আমার দেশের নীতিমালায়,
কোথায় আছে লেখা।
কোরআন, হাদিস উগ্র বই,
একটু আমায় দেখা।

আর কত দিন তালবাহানা,
করবি ইসলাম নিয়ে।
ভন্ডামীর ঐ তাঁবেদারি,
দিবো গুড়িয়ে।

মুসলিম মোরা বীর সৈনিক,
থাকবো না আর বসে।
মারবো থাবা বাগের মতো,
জবাব দিবো কষে।

বজ্র কন্ঠে আওয়াজ করে,
করছি হুশিয়ার।
উচিৎ জবাব দিবো যখন,
করবি হাহাকার।

ইসলামি বই থাকবে দেশে,
থাকবে সবার ঘরে।
বাদা দেওয়ার কে তুমি ভাই,
যাও দেশটা ছেড়ে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...