1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
এলোমেলো চিন্তা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

এলোমেলো চিন্তা (কবিতা)

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫৪১ Time View

এলোমেলো চিন্তা
সানজানা সুলতানা

সারাটি দিন বড্ড চুপচাপ কেটে যাচ্ছে আজকাল
করোনার জগতে বন্দী হয়ে পড়ে
আছি ঘরের এক কোনে,,
তাই তো আজ মনের আকাশে খেলা করে
এলোমেলো যত চিন্তা।
কত যে প্রশ্ন আজ এই মনে
কিন্তু নেই কোনো উত্তর
আচ্ছা মেঘ কেন বৃষ্টি হয়ে ঝরে?
শরতের বনেই শুধু কাশফুল কেন খেলে?
সন্ধ্যা নামলেই ঝিঁঝি কেন ডাকে?
কোকিল কেন বসন্তের বাতাসেই গান করে?
ঘুড়ি উড়াতে সুতো কেন লাগে?
শুধু শীতের সকালে কুয়াশার চাদর কেন পরে?
মনের মধ্যে এত প্রশ্ন কেন আমার জাগছে?.
এলোমেলো যত চিন্তায় বুদ হয়ে থাকা সারাটি দিন
ভুলে গেছি আজ পুরোনো দিন।
কতই না বন্ধু কতই না সময় পার করেছি
এদিক থেকে ওদিক
আজ যেন সব থমকে গেছে
এলোমেলো চিন্তার ভীড়ে
শুধু নেই কোনো উত্তর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...