1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
কবিতা ও আমি - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

কবিতা ও আমি

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫৯৯ Time View

কবিতা ও আমি
সানজানা সুলতানা

কবিতার সাথে আমার এই প্রনয় খুব বেশিদের নয়
তবুও আমাদের মাঝে আজ গভীর প্রেম।
এই প্রেমের কারনে লোক মুখে কতইনা কটু কথা
শুনে চলেছি দিবারাত্রি
কবিতার এলোমেলো ভাষা ও ছন্দ নিয়ে
সবার কতইনা ভাবনা।
প্রেমে পড়েছি কিনা
প্রেমের পথে ব্যর্থ হয়েছি কিনা,
আরো কত কি।
আমি বলি কি কবিতা লিখতে গেলে
কি প্রেমে পড়তেই হবে??
জানা নেই সে কথা আমার।
আমি তো কেবলই কবিতার প্রেমে মত্ত হয়েছি
শুধু নিজের কথা বলার জন্য।
নিজের এলোমেলো সব চিন্তা গুলো
মন থেকে কলমের কাজলে সাজিয়ে রাখি
এদিক থেকে ওদিক
কবিতার পরশে মন খারাপকে আড়ালে রেখে।
মনের সুখে হাসি
তাই তো আজ কবিতার সাথে আমার
এত প্রেমের সৃষ্টি।
লোকে যতই বলুক কটু কথা।
এই প্রনয়নের খেলা এই যাত্রায় আর থমকে দাঁড়াবে না

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...