কাহিনী ভাগ্য
বানীব্রত
রিশভ আর সুমি বৈশাখী নিসুতি রাতে দুই প্রান্তে দুজন প্রেমালাপে মত্ত। অনেক কথামালার মাঝে ভবিষ্যতের স্বপ্ন সাজানো। চারহাত এক হবার সময় আগত প্রায়। মন বাঁধন মানে না, ছুটে যেতে চায় দুজনের দুজনের কাছে। বিয়েটা দু বাড়ি থেকেই ঠিক হয়েছিলো। দুজনের মেলামেশাও ছিল। আর ছিল মাঝ রাতের আলাপচারিতা। ভাগ্যের পরিহাসে একদিন অফিস থেকে ফেরার পথে ঘটে রিশভের পথ দুর্ঘটনা, তারপর সব শেষ।
এরপর থেকে সুমি মানসিক দিক দিয়ে ভেঙ্গে পড়ে। খাওয়া দাওয়া ও প্রায় বন্ধ হলো। পরিত্রাতা হিসেবে সুমির ছোট বেলার বন্ধু সুমেঘ এলো অনেকদিন পর ওদের বাড়িতে।দীর্ঘদিন দেশের বাইরে ছিলো সুমেঘ। সুমির বাড়িতে এসে সব শুনে, সুমিকে সঙ্গ দিয়ে সুস্থ করে তোলে সুমেঘ। ওদের সম্পর্ক টাও বেশ সুন্দর ভাবে গড়ে ওঠে। এরপর সবার মতামতে ও দুজনের ইচ্ছাতে সুমি আর সুমেঘের চারহাত এক হলো।