1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
নীল নীলাম্বরী (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

নীল নীলাম্বরী (কবিতা)

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৪২৭ Time View

নীল নীলাম্বরী [পার্ট ১]

বানীব্রত

সেদিন নীল শাড়িতে নীলাম্বরী হয়ে,
ধরা দিলে তুমি,
পড়ন্ত বিকেলের বৃষ্টি মাথায় অজান্তে,
আমরা দাঁড়িয়ে ছিলাম গাছের তলায়।
সামনেই একটা বাজ পড়লো
ছড়িয়ে পড়লো তীব্র আলো,
তুমি জড়িয়ে ধরলে আমাকে, ভয়ে
তোমার ছোয়া আমাকে, আমার শরীরকে করলো শিহরিত।
মনে হলো কোন আপনজনের ছোয়া।
অস্ফুটে তুমি বলে উঠলে, সরি……
ভেজা চুলে শিক্ত বসনে তোমাকে লাগছিলো অপরূপা।
খোলা পিঠের উপর খেলছিল,
বিন্দু বিন্দু বৃষ্টির কনা,
শুরু হলো ভালোবাসার জাল বোনা।
আর… গড়ে নিলে সুখ নীড়।

নীল  নীলাম্বরী [পার্ট ২]

নিলাম্বরী সাজে, নীল আকাশের নিচে
স্নিগ্ধ গোধুলির বিদায় বেলায়, মেঘলা আকাশে
সিক্ত বসনে, অপরুপ রূপে দাড়িয়ে ছিলে, তুমি
আমার হৃদয় মাঝে……….সেই দিন,
নীল তুমি ছিনিয়ে নিয়েছিলে আমার মন
তোমার রূপ, মৃগনয়নী চোখ বাঁকা জুগল ভ্রু
আমাকে টেনেছে তোমার কাছে।
সেইদিন চিৎকার করে বলতে ইচ্ছে করছিল
ভালোবাসি…….
বলতে পারিনি…৷ সে…. দিন
প্রথম তুমিই বলেছিলে ভালোবাস আমায়
অফিস ফেরত ভীড়ে রাস্তায়।
তারপরে সবই ইতিহাস……..

নীল নীলাম্বরী [পার্ট ৩]

নীল আমার নীলাম্বরী
তোমার উষ্ণ ঠোঁটের প্রথম ছোঁয়া
জাগিয়েছিল আমার শরীরে শিহরন,
ঝড় তুলেছিলো আমার প্রানে।
জানতে দিলে না আমার ঠোঁটের ছোঁয়ার অভিব্যক্তি।

নীলাম্বরী তোমার চোখের চাহনি, ভুলিয়ে দিল
আমার অনেক কিছুই।
একদিন পরন্ত বিকেলে তুমি পালিয়ে ছিলে বাড়ি থেকে
হাতের উপর হাতটা রেখে বলেছিলে
আজ আমরা বিয়ে করব।
সেদিন রাতের পুর্নিমার চাঁদ ছিল বিয়ের সাক্ষি
মন্দিরের বারান্দায় সিঁদুর পরিহিতা তোমাকে
লাগছিল মন মোহিনী আমার মধুকরী।
সেই থেকে একসাথে পথ চলা
আমার নীল…… আমার নীলাম্বরী।।

 নীল নীলাম্বরী [পার্ট ৪]

নীল তোমার মনে পড়ে সেই দিন
বিয়ের পর হাতে হাত রেখে হেটেছিলেম
ফাঁকা মাঠের আল ধরে
চাঁদের আলোয় ভরে ছিল চারধার
মৃদু মন্দ বাতাসের কোমল স্পর্শ
আমাদের ভেতরে জাগিয়ে তুলছিল উন্মাদনা
আমরা হয়েছিলাম জ্যোৎস্নাসিক্ত।
এক রোমাঞ্চ জেগেছিল আমাদের।
ক্লান্তি গ্রাস করেছিল তোমাকে সেই সময়
প্রথম তুমি আমাকে জড়িয়ে ধরলে
বললে এভাবেই যেন থাকতে পারি আজীবন।
বললেম থাকব এভাবেই
তোমার ছিলো না ফেরার ইচ্ছে
আমি জোর করেই তোমায় ফিরিয়ে ছিলেম
সেই দিন……..
আমার ছোট্ট নিড়ে, আমার নীলাম্বরীকে নিয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...