1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
বিদায় (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

বিদায় (কবিতা)

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩৪৫ Time View

গদ্য  কবিতা বিদায়
কলমে বানীব্রত

লাশ কাটা ঘরে টেবিলের উপরে
সাদা চাদরে ঢাকা নিথর দেহটা
আজ চির শান্তির নিদ্রায় মগ্ন।

না পাওয়ার কষ্টগুলো আজ
দুখের সাগরে ভাসছে
ভাবনায় জমেছে পলির আস্তরন,
স্বপ্ন গুলো মেঘের আড়ালে মুখ লুকিয়েছে।
ফেলে যাওয়া স্মৃতি আর বেদনার কাঁটা বসায় না।

কাটাছেঁড়া দেহে লাগেনা ব্যাথার আঁচড়,
সুঁচের খোঁচা আর বিদ্ধ করেনা কোন
কিছুকেই,
পড়ে থাকা কাজের আর কোনো হিসেব নিকেশ  নেই,
নেই কোনো জবাব দিহি।

এরপর আগুনের লেলিহান শিখা
আছড়ে পড়বে, হবেনা অনুভুতি,
নশ্বর দেহটা হবে ছাই, নিমেষে
এই মুঠো ছাইয়ে বিলিন হবে শেষ বিদায়।।

।কবি বানীব্রত
ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরের বাসিন্দা। স্নাতক করার পর কর্মজগতে প্রবেশ সাথে ছিল সাংস্কৃতিক ও সাহিত্য জগতে পদচারন।লেখার জগতে বেশ কিছু বছর হয়ে গেল। ছদ্ম নামেই লিখি। সূচনা ষান্মাসিক পত্রিকা কে সম্পাদনা করি। লেখালেখির সাথে আবৃত্তি আর শ্রুতি নাটক এর চর্চা করি। গল্প, নাটক, কবিতা লিখতে বেশি ভালোবাসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...