1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
মহানিশায় ধারা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

মহানিশায় ধারা (কবিতা)

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪৩৫ Time View

মহানিশায় ধারা

সানজানা সুলতানা

হৃদয়ের গহীন জগতে কোনো এক
দ্বিপ্রহরের মহানিশায়
শ্রাবণের ঝরঝর বাদলো বরষায়
ভেসে যাইবো উন্মাদের পাড়ায়
এমনই বাসনায় দিন গুলিকে বুনে যাই
কবে আসবে শ্রাবণের সে বাদল ধারা
ভাসিয়ে দেবে জগতের প্রতিটি ধূলো মাখা
স্মৃতির স্তূপে থাকা ব্যথাগুলি

যখনই আসিবে সে মাদল বাজিয়ে
সাজিবে প্রকৃতি যেন ধূসররঙের শাড়িতে
এমনও দিনের আশায় পথ চেয়ে রই
বট গাছের ছায়ায় মনরমা তরুণীর দল
আমার এ মন আজ শুধুই তাঁহারে চায়
কোনো এক নিশীথের দ্বিপ্রহর ও বেলায়
যখন থাকিবে ঘাসেরও পাহাড়ের জমে
থাকা জোনাকিদের আলো
কামুক সুরে বাঁশি বাজাইয়া
ঝিঁঝিদের ঝাক
এলোমেলো পাখায় নৃত্য করিবে
সুদর্শন এর জাত

এমনই লগনের অগ্রজ্ঞান করিয়া আছি বসি
ও পাড়ার হিজল গাছের
চাতক পাখির ন্যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...