1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
মহামারী করোনা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

মহামারী করোনা (কবিতা)

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৪৬৫ Time View

মহামারী করোনা
রাসেল সরদার

হে মহামারী করোনা,
তুমি করনি কোনো করুনা।
তুমি নিভিয়ে দিলে নতুন এক দিগন্তকে।
তুমার অদৃশ্য এক শক্তিতে।
হে মহামারী করোনা,
তুমি কেড়ে নিয়েছো এক মুঠো গ্রাস
তুমি এখন সব মানুষেরই ত্রাস।
হে মহামারী করোনা,
তুমি শিখিয়েছো কিভাবে একলা বাচতে হয়।
তুমি শিখিয়েছো কিভাবে সঙ্গহীন চলতে হয়।
হে মহামারী করোনা,
সমস্ত দেশ আজ থমকে গেছে,
তুমার এক নগন্ন ক্ষমতার কাছে।
হে মহামারী করোনা,
ঢাকার রুস্তম আজ দারিদ্র্যের সাথে,
পরাজিত হতে বসেছে তোমার কাছে।
হে মহামারী করোনা,
তুমি করনি কোনো করুনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...