1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
শঙ্খচিল (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

শঙ্খচিল (কবিতা)

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২৭১ Time View

শঙ্খচিল
ফারাভী ইসলাম আদি

স্নিগ্ধ দুপুর –
মাঝে মাঝে কিছু দমকা হাওয়া
দূর পানে ক্লান্ত একখানা ছোট্ট প্রাণ।

কি নির্মোহ অচঞ্চল অবিনাশী
হঠাৎ আমাকে বলে
যাবে তুমি!

যেখানে একফালি নীল
আকাশ মিশেছে ছোট
এক নদীর বুকে!

পানকৌড়ি আর সফেদ বক
উদাসী মাঝি ভেসে চলে নায়ে!

আমি বলেছিলাম যাব
সঙ্কট কেটে গেলে
আবার যখন সকল দুয়ার
গুলো যাবে খুলে।

আমি একদৌড়ে পাড়ি দেব
কয়েশত মাইল!
তারপর সেই চেনা পথে
যেখানে প্রিয় তোমার আনাগোনা।

প্রিয়,
সেদিন তুমি তোমার দুয়ারখানি
রেখ খুলে!
আমি শঙ্খচিল হয়ে তোমার সাদা কালো
অস্তিত্ব খানি নিয়েছি চিনে!

এই কালো চোখের অপরাধ
ক্ষমা করো হে প্রিয়।
এই অবুঝ প্রাণের আকুতি গ্রহন কর।

হে প্রিয়,
তোমাকে দেখার বড্ড স্বাদ!
কত দিন দেখি না
অবিরত তোমার ছবি
নয়ন তলে জাগছে অসম্ভব।

কথা দিলাম সঙ্কট কেটে গেলেই
যাবো আবার আমরা হাতে হাত
রেখে সেই চেনা পথে!

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...