1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
সঠিক বিচার চাই (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

সঠিক বিচার চাই (কবিতা)

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৭৮ Time View

সঠিক বিচার চাই

মোঃআবু বকর সিদ্দীক

 

সঠিক বিচার চাই যে আমি,
এই বাংলার বুকে।
বিচার বিহীন কোনো কাজ,
দেখবে না আর লোকে।

সহজ সরল মানুষ গুলো,
করছে হাহাকার।
তীব্র নিন্দা করলে লোকে,
বলো রাজাকার।

আর নয় তো তাল-বাহানা,
আমার দেশের মাঝে।
বিচার-আচার করতে হবে,
প্রত্যকটা কাজে।

দেশের যারা সূর্য সন্তান,
করছো তাদের ঘুম।
সুযোগ পেলে কোনো রকম,
করো তাকে খুন।

ধিক্কার জানাই তাদের প্রতি,
আরো জানাই নিন্দা।
ক্ষমতার লোভে সঠিক নীতি,
করব দিছে জান্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...