1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
সময় কাটুক ভালোবেসে (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

সময় কাটুক ভালোবেসে (কবিতা)

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৫ Time View

সময় কাটুক ভালোবেসে

আল শাহারিয়া

আমাকে ছাড়া যদি তোমার না কাটে সময়
যদি বসে থাকো একা অলস সময়ের পাড়ে
একাগ্রতায় ভেবো তুমি আমাকে নিয়ে
দেখো সাদা মেঘ ওড়ে আকাশের নীলে
খুঁজো তুমি আমায় ওই সাদা মেঘেদের ভিড়ে।
মনে করো তুমি-আমি ছাড়া কেউ নেই কোথাও
মনে করো বসে আছি একা তোমাকে ছাড়া আমিও
এক আকাশ ভালোবাসা লিখে চিরকুটে
নীল রঙের ওই মেঘের খামে
নীল আকাশের অন্তহীন ঠিকানায় তুমি পাঠিও।
উতলা মনে থেকো তুমি আমার অপেক্ষায়
মেঘের দেশ থেকে আসব আমি আলিঙ্গন করতে তোমায়
আলিঙ্গন করবো তোমায় ভালোবাসার উষ্ণতায়
অবলীলায় ভালোবেসো আমায়
আমিও ভালোবাসবো তোমায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...