1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
স্মৃতি কুটির (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

স্মৃতি কুটির (কবিতা)

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪০২ Time View

স্মৃতি কুটির

সানজানা সুলতানা

আমি এক শ্রাবণের ভেজা সন্ধ্যে বেলায়
স্মৃতির কুটিরে প্রবেশ করেছি
ছোট একটি প্রদীপ জ্বালিয়ে।
কিছু সুখ-দুঃখের গল্প খুঁজে পাওয়ার আশায়
কিন্তু সেথায় পরম আনন্দে বসবাস
করে চলেছে অন্ধকারের দল।
আমার হাতে কাঁপতে থাকা প্রদীপের
শিখার ক্ষমতা হলনা তাদের উচ্ছেদ করার।

কিন্তু এই কুটির যে আমার
কোথায় কি আছে সেটা যে আমারই জানা
সেথায় নেই কোনো আসবাবপত্র,
নেই কোনো জানালা
আছে কেবলই কিছু ছোট-বড় বাক্সের মেলা।

সেথায় বন্দী পড়ে আছে হাজারো
পুরানো গল্পগুলি
ভেবেছিলাম আজ এই নির্জনতার
মুক্তি দেব তাদের
মুক্তি পেয়ে উড়ে যাবে সব
কোনো এক অজানা পাহাড়ে।

হাজারো প্রদীপের শিখায়
আলোকিত করবো ছোট্ট কুটির আজ
রচিত হবে নতুন কিছু গল্পের ঝুলি
কিন্তু কে জানে কোন খেয়ালে
হারিয়েছি বাক্সের সব চাবি গুলি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...