আল শাহারিয়া’র একগুচ্ছ অণুকবিতা
▫️আমি আকাশ-নদীর মতোই মিশে যাবো তোমাতে;
তুমি প্রকাশ ধ্রুপদীর মতো জ্বলজ্বলে ধরাতে।
▫️ভালোবাসা পেলেই হয়ে যায় সবটুকু পাওয়া;
ভালোবাসা ছাড়া তাই বিশেষ কিছু নেই চাওয়া।
▫️দিনের প্রিয় যত অনুরক্তি‚ যত রঙ-রোদ
তোমায় দিলাম।
প্রেম-প্রণয়ের যত দ্বিরুক্তি‚ প্রেমহীনতায় অবরোধ
তোমায় দিলাম।
▫️দিনক্ষণ যত আছে তা তুমি ছাড়া তুমিহীন‚
মেঘ হয়ে রাখো পাশে আমাকে রাতদিন!
▫️মাধবী রাত‚ হোক সে জোৎস্না-মুখর‚
তুমি ছাড়া রাত সে বিষাদী প্রখর।
▫️অনিয়মিত বিলাসী মেঘ সময়ের জানালায়
এই মেঘ ভেঙে বৃষ্টি‚ মেঘ ভাঙে হিমালয়।
▫️অলীক ছায়ার ভীড়ে পথহারা আজ আমি‚
সংশয়ে ক্রমশ ফিকে আমাদের আগামী।
▫️বিষাদের ‘আকাশ চাপা পড়ে মরে যেতে পারি’ যখন-তখন;
গন্তব্যহীন আনমনে বিষাদের কলরব এখানে-এখন।
▫️রেখো আমায় তোমার নিত্য দিনের মননে,
রেখো আধো ঘুম আর আধো জাগরণে।
▫️নিরবে বেড়ে যাচ্ছে সম্পর্কের টানাপোড়েন‚
সাধ্য কার এই দুরত্বের ভাঙা কাচ একসাথে জোড়েন!
▫️অনন্ত বিকেল রঙ হারিয়ে মিশেছে রাতে‚
সূর্যকে ঈশ্বর মেনে‚ রঙ তুলে দিলো হাতে।
▫️কত কথা জমে আছে আমার অবরুদ্ধ জানালায়‚
বৈশ্বিক প্রতিকূলতার মাঝে বলা হয়নি তোমায়।
▫️তুই-ই আমার প্রিয় গল্প-কথায় ছন্দময় গীতিকবিতা;
তোকে ঘিরেই দিন-রাত্রি আমার‚ শশী থেকে সবিতা।
▫️নিঃশ্বাস ধার চাই আরও কিছুক্ষণ;
বিশ্বাস ধরে বেঁচে যেতে চাই প্রাণপণ!
▫️তোমাতে বসন্ত আমার অনন্ত অঙ্গনে‚
মুখর দিগন্ত অপার হেমন্ত পল্লবে।
▫️তুমি আছো বলে তারা জাগে নীলে‚
নিথর চোখ রাখি উড়ো গাঙচিলে।
▫️তোমাকে রাখিনি কোথাও আলাদা করে‚
তোমাকে রেখেছি আমি স্বীয়-হৃদয়ে ভরে।
— আল শাহারিয়া