কোভিড যুদ্ধ
মোঃরিমন মোল্লা
নিস্তব্ধতা মানে অন্ধকার,চির আধার
শয়নে স্বপনে একাকার,
আকাশে বাতাসে হা হা কার।
এখন আমরা ব্যাস্ত শত
সবাই মিলে যুদ্ধরত
সমান তালে চলছে দেখো
বিশ্বব্যাপী জীবনযুদ্ধ।
আকাশ যেন কেমন ফ্যাকাশে
মেঘগুলো খাসা ঠাসা।
পৃথিবীটা গেল বদলে।
এসে গেল কোভিড যুদ্ধ,
মানবিক পৃথিবীতে।
কালো আতঙ্কের হতাশা
নিঃশ্বাসে শুধু অবিশ্বাস।
কবে এর সমাপ্তি?
জানা নেই,
কবে আসবে জীবন রক্ষক?
বোঝা যাচ্ছে না
অপেক্ষাই অপেক্ষার অপেক্ষায়।