বহমান দূরত্ব
আল-আমীন
অতি উন্নত মহা সড়ক তাই
হেড লাইট টিপ টিপ করে জ্বলছে।
মস্তিষ্ক মন্ডল জুড়ে
কেবল মাত্র একটি নামই ঘুড়ছে।
নির্দোষ নিরস্ত্র সপ্নগুলো
নিরাশার নিষ্ঠুর আক্রমণে
আহত ক্ষত-বিক্ষত শরীরে
কি অসম্ভব কষ্টে কাতরাচ্ছে!
ফেলে আসা দিন,ক্ষণ,স্থানগুলো
আমাদের বহমান দূরত্বের দৌরাত্ম্যে
তাদের অসীম অপূর্ণতার
ব্যথা-কথা জানান দিয়ে যাচ্ছে।
অফিসের ছাদ,ধানসিঁড়ি,৭,৮ নাম্বার বাসটাও
ডেকে ঠিক তাই বলছে
তোমার পাশের সিটটা আজ
অন্য কেউ বেদখলে নিচ্ছে।
তোমার বক্ষের উন্নত সম্ভার
যৌন অঞ্চল জুড়ে ভিন্ন কারোর
সামান্য স্পর্শ আমার বুক পিঞ্জর
বুলেট গতিতে ছিদ্র করে দিচ্ছে।