গদ্য কবিতা বিদায়
কলমে বানীব্রত
লাশ কাটা ঘরে টেবিলের উপরে
সাদা চাদরে ঢাকা নিথর দেহটা
আজ চির শান্তির নিদ্রায় মগ্ন।
না পাওয়ার কষ্টগুলো আজ
দুখের সাগরে ভাসছে
ভাবনায় জমেছে পলির আস্তরন,
স্বপ্ন গুলো মেঘের আড়ালে মুখ লুকিয়েছে।
ফেলে যাওয়া স্মৃতি আর বেদনার কাঁটা বসায় না।
কাটাছেঁড়া দেহে লাগেনা ব্যাথার আঁচড়,
সুঁচের খোঁচা আর বিদ্ধ করেনা কোন
কিছুকেই,
পড়ে থাকা কাজের আর কোনো হিসেব নিকেশ নেই,
নেই কোনো জবাব দিহি।
এরপর আগুনের লেলিহান শিখা
আছড়ে পড়বে, হবেনা অনুভুতি,
নশ্বর দেহটা হবে ছাই, নিমেষে
এই মুঠো ছাইয়ে বিলিন হবে শেষ বিদায়।।
।কবি বানীব্রত
ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরের বাসিন্দা। স্নাতক করার পর কর্মজগতে প্রবেশ সাথে ছিল সাংস্কৃতিক ও সাহিত্য জগতে পদচারন।লেখার জগতে বেশ কিছু বছর হয়ে গেল। ছদ্ম নামেই লিখি। সূচনা ষান্মাসিক পত্রিকা কে সম্পাদনা করি। লেখালেখির সাথে আবৃত্তি আর শ্রুতি নাটক এর চর্চা করি। গল্প, নাটক, কবিতা লিখতে বেশি ভালোবাসি।