যাত্রা
সানজানা সুলতানা
মনের অতলে আজ ঘন অন্ধকার
এক ছিতে আলোর জন্য ছটপট করছে
সর্বদা অনাকাঙ্ক্ষিত বিষাদের ভয়
ঝাপটে ধরছে।
কোন বিরহের গল্প তবে রচিত
হতে চলেছে অদূরের প্রান্তে?
তার নাম আজ অজানা।
শুধু বেড়ে উঠেছিল কিছু খামখেয়ালিতে
ভরা অভ্যাসের উৎসবে
কিছু অপ্রকাশিত আবেগ
আজ গিয়ে মিশ্রিত হল,
অলিখিত অবহেলার রচনায়।
উপসংহার বিহীন সে রচনা
কবি বয়ে নিয়ে চলে ভোরের পথে
কুয়াশার পথে কখনো বা নিশীথের শেষাংশে
একটু শ্রাবনণর ধারার মাঝে মিশেছে।
সে সব ছিল বড্ড মায়ায়
পড়ে যাওয়া গল্পমালা।
কবি আজ ছুটছে তাদের মাঝে,
যাদের কাছে দিন ও রাত উভয়ই তিমিরে ঘেরা
যারা কোনো রঙের রঙিনতা বোঝেনা।
যারা ভয় পায় ভোরের কুয়াশা,
যারা হাসে উন্মাদের সুরে।
কবি আজ ছুটে চলে
সেই অচলার ভুমে।