সঠিক বিচার চাই
মোঃআবু বকর সিদ্দীক
সঠিক বিচার চাই যে আমি,
এই বাংলার বুকে।
বিচার বিহীন কোনো কাজ,
দেখবে না আর লোকে।
সহজ সরল মানুষ গুলো,
করছে হাহাকার।
তীব্র নিন্দা করলে লোকে,
বলো রাজাকার।
আর নয় তো তাল-বাহানা,
আমার দেশের মাঝে।
বিচার-আচার করতে হবে,
প্রত্যকটা কাজে।
দেশের যারা সূর্য সন্তান,
করছো তাদের ঘুম।
সুযোগ পেলে কোনো রকম,
করো তাকে খুন।
ধিক্কার জানাই তাদের প্রতি,
আরো জানাই নিন্দা।
ক্ষমতার লোভে সঠিক নীতি,
করব দিছে জান্তা।