স্মৃতি কুটির
সানজানা সুলতানা
আমি এক শ্রাবণের ভেজা সন্ধ্যে বেলায়
স্মৃতির কুটিরে প্রবেশ করেছি
ছোট একটি প্রদীপ জ্বালিয়ে।
কিছু সুখ-দুঃখের গল্প খুঁজে পাওয়ার আশায়
কিন্তু সেথায় পরম আনন্দে বসবাস
করে চলেছে অন্ধকারের দল।
আমার হাতে কাঁপতে থাকা প্রদীপের
শিখার ক্ষমতা হলনা তাদের উচ্ছেদ করার।
কিন্তু এই কুটির যে আমার
কোথায় কি আছে সেটা যে আমারই জানা
সেথায় নেই কোনো আসবাবপত্র,
নেই কোনো জানালা
আছে কেবলই কিছু ছোট-বড় বাক্সের মেলা।
সেথায় বন্দী পড়ে আছে হাজারো
পুরানো গল্পগুলি
ভেবেছিলাম আজ এই নির্জনতার
মুক্তি দেব তাদের
মুক্তি পেয়ে উড়ে যাবে সব
কোনো এক অজানা পাহাড়ে।
হাজারো প্রদীপের শিখায়
আলোকিত করবো ছোট্ট কুটির আজ
রচিত হবে নতুন কিছু গল্পের ঝুলি
কিন্তু কে জানে কোন খেয়ালে
হারিয়েছি বাক্সের সব চাবি গুলি