1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
তুমি অথবা কবিতা - আল শাহারিয়া - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

তুমি অথবা কবিতা – আল শাহারিয়া

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৪৬১ Time View

তুমি অথবা কবিতা 

আল শাহারিয়া

 

তোমাকে লিখতে গেলে কবিতা হয়ে যায়
আনতি অনুভূতি সব নতুন জীবন পায়।
তোমাকে আঁকতে গেলে জীবন্ত এক মেয়ে
খোলা চুলে হেঁটে বেড়ায় আমার হৃদয় বেয়ে।
তোমার-আমার দিনলিপি দীর্ঘ এক উপন্যাস
যেখানে লেখা আছে প্রেম আর দীর্ঘশ্বাস।
সাতরঙা রামধনু উড়িয়ে যায় রঙিন শাড়ি
তোমার নামে বৃষ্টি মাখি‚ বানাই জগৎ বাড়ি।
অবেলায় চলে গেলে আমার জগৎ ছাড়ি
একলা ঘরে থাকি আমি‚ মেঘের সাথে আড়ি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...