এলোমেলো চিন্তা
সানজানা সুলতানা
সারাটি দিন বড্ড চুপচাপ কেটে যাচ্ছে আজকাল
করোনার জগতে বন্দী হয়ে পড়ে
আছি ঘরের এক কোনে,,
তাই তো আজ মনের আকাশে খেলা করে
এলোমেলো যত চিন্তা।
কত যে প্রশ্ন আজ এই মনে
কিন্তু নেই কোনো উত্তর
আচ্ছা মেঘ কেন বৃষ্টি হয়ে ঝরে?
শরতের বনেই শুধু কাশফুল কেন খেলে?
সন্ধ্যা নামলেই ঝিঁঝি কেন ডাকে?
কোকিল কেন বসন্তের বাতাসেই গান করে?
ঘুড়ি উড়াতে সুতো কেন লাগে?
শুধু শীতের সকালে কুয়াশার চাদর কেন পরে?
মনের মধ্যে এত প্রশ্ন কেন আমার জাগছে?.
এলোমেলো যত চিন্তায় বুদ হয়ে থাকা সারাটি দিন
ভুলে গেছি আজ পুরোনো দিন।
কতই না বন্ধু কতই না সময় পার করেছি
এদিক থেকে ওদিক
আজ যেন সব থমকে গেছে
এলোমেলো চিন্তার ভীড়ে
শুধু নেই কোনো উত্তর।