” মহানায়ক বঙ্গবন্ধু ”
রাসেল সরদার
ধরার মাঝে জন্মেছিলে,মুজিব নামে তুমি।
স্নেহের পরশ বুলিয়ে দিলো, ধনী এমনকি কুলি।
মাতৃভাষা বাংলার জন্য করলে কারাবরণ।
তোমারে আজ কোটি মানব বারে বারে করে স্মরণ।
মানুষের অধিকারের জন্য তুমি,
এনেছিলে ছটি দফা।
তাইতো তুমি সহেছিলে, অজস্র নিন্দার কথা।
স্বাধীনতার জন্য তুমি ডাক দিছিলে তাই।
তোমার ডাকে ঝাপ দিছিলো, হাজার তরুণীর ভাই।
ভুলি নাই গো বঙ্গবন্ধু ভুলি নাই তোমায়।
দুর্বার চিত্তে অসীম গতিতে,
হাটতে চেয়েছিলে পথে।
নরপিশাস দাড়ালো কাটা হয়ে,
তোমারই যাত্রার সাথে।
দিলো না গো যাইতে তোমার দিগন্তের দিকে।
কত যন্ত্রণা সহ্য করেছো এ দেশের পরে।
রক্তে রঞ্জিত করে ছিলো সপরিবারের তরে।
দিলোনা গো বাচতে তোমায় দিলো না।
তোমার বীরত্বের কথা মোরা ভুলবো না।