1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
কাহিনী ভাগ্য (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

কাহিনী ভাগ্য (কবিতা)

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৫ Time View

কাহিনী ভাগ্য
বানীব্রত

রিশভ আর সুমি বৈশাখী নিসুতি রাতে দুই প্রান্তে দুজন প্রেমালাপে মত্ত। অনেক কথামালার মাঝে ভবিষ্যতের স্বপ্ন সাজানো। চারহাত এক হবার সময় আগত প্রায়। মন বাঁধন মানে না, ছুটে যেতে চায় দুজনের দুজনের কাছে। বিয়েটা দু বাড়ি থেকেই ঠিক হয়েছিলো। দুজনের মেলামেশাও ছিল। আর ছিল মাঝ রাতের আলাপচারিতা। ভাগ্যের পরিহাসে একদিন অফিস থেকে ফেরার পথে ঘটে রিশভের পথ দুর্ঘটনা, তারপর সব শেষ।

এরপর থেকে সুমি মানসিক দিক দিয়ে ভেঙ্গে পড়ে। খাওয়া দাওয়া ও প্রায় বন্ধ হলো। পরিত্রাতা হিসেবে সুমির ছোট বেলার বন্ধু সুমেঘ এলো অনেকদিন পর ওদের বাড়িতে।দীর্ঘদিন দেশের বাইরে ছিলো সুমেঘ। সুমির বাড়িতে এসে সব শুনে, সুমিকে সঙ্গ দিয়ে সুস্থ করে তোলে সুমেঘ। ওদের সম্পর্ক টাও বেশ সুন্দর ভাবে গড়ে ওঠে। এরপর সবার মতামতে ও দুজনের ইচ্ছাতে সুমি আর সুমেঘের চারহাত এক হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...