1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
কল্লোলিনী (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

কল্লোলিনী (কবিতা)

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২৮১ Time View

কল্লোলিনী
ফারাভী ইসলাম আদি

নিয়ন আলোয় আজ তোমায়
দেখলাম,
এ যে অন্য তুমি, কোথায় গিয়েছ হারিয়ে কল্লোলিনী !
আজ তুমি বড্ড বেশি অভিমানী
তোমার বুকে, এখন শুধুই নির্জনতার বাস !
তোমার দাম্ভিকতা, তোমার ঐশ্বর্য হারিয়ে কেমন কাটছে তোমার দিনরাত?
তোমার চৌরঙ্গী গড়ের মাঠ,
ইডেন গার্ডেন, হাওড়া ব্রিজ, তোমার গর্ব তোমার অহংকার, কেমন আছে তারা ?
এখন শুধুই এক অসীম নীরবতা, চোখের তারায় ভাসে অপেক্ষারা।
সেই কবে যেন কুয়াশা ভেজা দেশপ্রিয় পার্কের নরম ঘাসে হেঁটেছিলাম,
দিনের আলো ফুটেনি তখনো ভালো।
সেই গঙ্গার পাড় ঘেঁষে অনেক দূরে
এখনো আমায় ইশারায় ডাকে জানো।
জানি না আবার কবে ফিরে আসবে তুমি?
ঠিক আগেরই মতন
কলতানে মাতাবে এ প্রাণ আবার,
ঠিক আগেরই মতন !
কল্লোলিনী, কবে পাবো তোমায় খুঁজে?
আসবে কি সেই সবুজ ঘাসে ঢাকা ময়দান ঘেঁষে, ঠিক আগেরই মতন?

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...