কষ্ট দিতে হয় না
মোঃআবু বকর সিদ্দীক
মনটা যখন পাল্টে যাবে,
পাল্টে যাবো আমি।
খুজবে তখন কান্না করে,
চিন্তা করো জ্ঞানী।
এতো কষ্ট দিতে হয় না,
অন্য জনের মনে।
পাকরাও হবে একই ভাবে,
পচতে হবে জীবনে।
সরাসরি বলতে পারো,
ভাল্লাগেনা তোকে।
বাধা নাহি দিবো আমি,
দিবো মুক্ত করে।
নতুন মানুষ পেয়ে তুমি,
খুশি হইও না।
সে তো তোমায় দিবে একদিন,
কঠিন যন্ত্রণা।
ছল ছুতায় নানা ভাবে,
দিচ্ছো তাকে অভিশাপ।
নিজের গাড়ে চাপতে পারে,
এতো মহা পাপ।