1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
কষ্ট দিতে হয় না (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

কষ্ট দিতে হয় না (কবিতা)

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৪৫৯ Time View

কষ্ট দিতে হয় না

মোঃআবু বকর সিদ্দীক

মনটা যখন পাল্টে যাবে,
পাল্টে যাবো আমি।
খুজবে তখন কান্না করে,
চিন্তা করো জ্ঞানী।

এতো কষ্ট দিতে হয় না,
অন্য জনের মনে।
পাকরাও হবে একই ভাবে,
পচতে হবে জীবনে।

সরাসরি বলতে পারো,
ভাল্লাগেনা তোকে।
বাধা নাহি দিবো আমি,
দিবো মুক্ত করে।

নতুন মানুষ পেয়ে তুমি,
খুশি হইও না।
সে তো তোমায় দিবে একদিন,
কঠিন যন্ত্রণা।

ছল ছুতায় নানা ভাবে,
দিচ্ছো তাকে অভিশাপ।
নিজের গাড়ে চাপতে পারে,
এতো মহা পাপ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...