তুমি
আল আমীন
হয়তো তুমি নির্মল আধারের
ন্যায় নির্ভুল নিশ্চিত সুন্দরতম।
নয়তো তোমার কথার মতোই
সচ্ছ সাবলীল দিবালোকসম।
হয়তো হবে সূর্য রশ্মির ন্যায়
সত্য বর্বর অগ্নি তুল্য তেজী।
নয়তো তুমি চন্দ্রিমা চন্দ্রমুখী
কোমল হবে হয়তো সদাচারী।
হয়তো তুমি মহৎ মনের বৃষ্টিবহুল
উদার হবে দৃষ্টি কৃপণ নয়।
নয়তো সদাই বজ্রাহত নয়ন ঘিরে
প্রাচীর ভাঙা বজ্রপাতের ভয়।
হয়তো তোমার চিন্তাজগত
প্রখর প্রচুর সুক্ষবিবেচক।
নয়তো তোমার স্বাধীনচেতা
ইচ্ছে জুড়েই বিশ্ব জয়ের সখ।