মহানিশায় ধারা
সানজানা সুলতানা
হৃদয়ের গহীন জগতে কোনো এক
দ্বিপ্রহরের মহানিশায়
শ্রাবণের ঝরঝর বাদলো বরষায়
ভেসে যাইবো উন্মাদের পাড়ায়
এমনই বাসনায় দিন গুলিকে বুনে যাই
কবে আসবে শ্রাবণের সে বাদল ধারা
ভাসিয়ে দেবে জগতের প্রতিটি ধূলো মাখা
স্মৃতির স্তূপে থাকা ব্যথাগুলি
যখনই আসিবে সে মাদল বাজিয়ে
সাজিবে প্রকৃতি যেন ধূসররঙের শাড়িতে
এমনও দিনের আশায় পথ চেয়ে রই
বট গাছের ছায়ায় মনরমা তরুণীর দল
আমার এ মন আজ শুধুই তাঁহারে চায়
কোনো এক নিশীথের দ্বিপ্রহর ও বেলায়
যখন থাকিবে ঘাসেরও পাহাড়ের জমে
থাকা জোনাকিদের আলো
কামুক সুরে বাঁশি বাজাইয়া
ঝিঁঝিদের ঝাক
এলোমেলো পাখায় নৃত্য করিবে
সুদর্শন এর জাত
এমনই লগনের অগ্রজ্ঞান করিয়া আছি বসি
ও পাড়ার হিজল গাছের
চাতক পাখির ন্যায়।